Interactive Whiteboard in Bangladesh
Interactive White Board OR Smart Board in Bangladesh ( স্মার্ট ইন্টারেক্টিভ হোয়াইটবোর্ড ডিজিটাল স্মার্ট বোর্ড ) :চক-ডাস্টার হাতে ক্লাসে যাওয়ার দিন শেষ।।ব্ল্যাক বোর্ড, চক আর নয়। সাদা রঙের স্মার্ট বোর্ডে ডিজিটাল পেন অথবা আঙ্গুল দিয়ে টাচ করেই লেখা হয় আবার মুছেও ফেলা যায় সেভ ও করা যায়, সেভ করা ফাইল নিয়ে পুনরায় কাজ শুরু করা যায়। নির্দেশনা অনুযায়ী ক্লিক করলে স্ক্রিনে ভেসে উঠবে শ্রেণীভিত্তিক ডিজিটাল পাঠ্যসূচি। ইন্টার অ্যাক্টটিভ হোয়াইট বোর্ড বা স্মার্ট বোর্ড, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও স্পিকার দিয়ে এনসিটিবির পাঠ্যসূচির ডিজিটাল কনটেন্ট ব্যবহার করে এই ক্লাসরুমে শিক্ষার্থীদের পাঠদান করা যাবে। বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে ব্যবহার করা যাবে আইপিএস। শিক্ষার্থীদের ডিজিটাল ক্লাসরুমে শিক্ষা দেওয়া হলে তারা আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানসম্মতভাবে শিখতে পারবে। স্মার্ট বোর্ডে টাচ করে নিজের নাম লিখে এবং ক্লাস শেষে কলেজ, বিশ্ববিদ্যালয়ের সাধারণ ক্লাসের চেয়ে ছাত্রছাত্রীদের আকর্ষণ অনেক বেশি থাকে স্মার্ট ক্লাসে। তা পড়ুয়াদের উপভোগ্য হয়। ইউজিসির এক সমীক্ষায় উঠে আসে এই তথ্য। দেশ-বিদেশের প্রথম সারির অনেক বিশ্ববিদ্যালয়েই স্মার্ট ক্লাসে পড়ানো হয়। তা এ বার শুরু হচ্ছে সারা বাংলাদেশে বৃহৎ আকারে। নাক (ন্যাশনাল অ্যাসেটমেন্ট অ্যান্ড অ্যাক্রিডেশন কাউন্সিল)-এর মূল্যায়নে স্মার্ট ক্লাস বিশেষ গুরুত্ব পায়। স্মার্ট ক্লাস চালুর ফলে কেমিস্ট্রি, ফিজিক্স-এর মতো বিষয় কম সময়ে আরও ভাল করে পড়ানো যাবে। বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রির শিক্ষকের অভিজ্ঞতা, ক্লাসে ঢুকে রোল কল করে পড়ানো শুরু করতেই কিছু সময় চলে যায়। পড়ানোর সময়ে বড় বড় বিক্রিয়া ব্ল্যাকবোর্ডে চকে লিখতেও অনেক সময় গড়ায়। ডিজিটাল বোর্ডে তা মুহূর্তে করা যাবে। ব্ল্যাক বোর্ডে লেখা মোছা হয়ে গেলে আর ফেরানো যায় না, নতুন প্রযুক্তিতে তা সহজে করা যাবে। নানা ‘রেফারেন্স’ এর সুলুকসন্ধান দ্রুত দেওয়া যাবে। দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়ে কোন ‘টপিক’ কী ভাবে পড়ানো হচ্ছে, তা-ও নিমেষে জানানো যাবে পড়ুয়াদের। যেসব ক্লাস রুমে থাকবে ডিজিটাল বোর্ড, কম্পিউটার, প্রোজেক্টর-সহ নানা ব্যবস্থা। ব্ল্যাক বোর্ডে চকে লিখতে যে সময় লাগে ডিজিটাল বোর্ডে মাউসের ক্লিকে তা মুহূর্তে হয়ে যাবে। একশো পড়ুয়া বসতে পারবে, এমন ক্লাসরুমের জন্যে খরচ ও পরিশ্রম দুই ই কমে গেছে। আপনার আরো বিস্তারিত প্রশ্নের উত্তর দিতে আমাদের ইঞ্জিনিয়ার সদা প্রস্তুত আছে।